
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ই-ফাইলিং একটি কার্যকর ব্যবস্থা হিসেবে কাজ করছে। এই সিস্টেমে অফিসের বিভিন্ন ফাইলগুলি দ্রুত গতিতে চালিত হয় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি করে। ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে জালালা বাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিঃ সিলেট গত ১২ ই ডিসেম্বর ২০১৭ তারিখে কোম্পানীর প্রধান কার্যালয়স্থ ট্রেনিং রুম (৪ থ তলা) এ ই ফাইলিং সিস্টেম এর শুভ উদ্বোধন করা হয়। জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকেী. মোঃ খালেকুজ্জামান উক্ত ই ফাইলিং সিস্টেম এর শুভ উদ্বোধন ঘোষনা করেন। উদ্বোধনের পর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কোম্পানীতে ই ফাইলিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে এবং দ্রুত গ্রাহক সেবা বৃদ্ধির স্বার্থে দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। প্রকৌ. জসিম উদ্দিন আহমদ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) আলোচ্য অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং এ বিষয়ের উপর বিস্তারিতভাবে আলোকপাত করেন। এছাড়া খোন্দকার ইকরামুল কবীর, মহাব্যবস্থাপক (অথ), প্রকৌ. মোঃ আব্দুল মুমিন, মহাব্যবস্থাপক (অপারেশন), প্রকৌ. শোয়েব আহমদ মতিন, মহাব্যবস্থাপক (কন্সট্রাকশন), প্রকৌ. মোঃ শাহিনুর ইসলাম মহাব্যবস্থাপক (বিপণন-উত্তর), প্রকৌ. মনজুর আহমদ চৌধুরী, মহাব্যবস্থাপক (বিপণন-দক্ষিণ) এবং জনাব মোঃ মফিজুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) মহোদয়গণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে কোম্পানীর উপ মহাব্যবস্থাপকগনসহ ই ফাইলিং সিস্টেম এ জড়িত সকল স্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।